উত্তর ২৪ পরগনার , ২ অক্টোবর:- ব্যারাকপুরের গান্ধীঘাটে আজ সকালে গান্ধী স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল জগদীপ ধনকার। রাজ্যপাল সস্ত্রীক সূত্র যঙ্গেও অংশ নেন। পরিবেশিত হয় রামধূন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। করোনা জনিত কারণে দর্শকদের প্রবেশ এদিন নিষিদ্ধ ছিল। রাজ্যপাল পরে সাংবাদিকদের জানান, মহাত্মা গান্ধী যে অহিংসা আন্দোলনে বিশ্বাসী ছিলেন তাকে সকলে মিলে মর্যাদা দিতে হবে। দেশে কোনো নির্বাচনের আগে যেভাবে হিংসা ছড়িয়ে পড়ে তা গণতন্ত্রের পক্ষে মঙ্গলজনক নয় বলে রাজ্যপাল মন্তব্য করেন।
এ রাজ্যে সরকার সংবিধানকে অবহেলা করছে। রাজ্যপালকে অপমান করা হচ্ছে। আর রাজ্যপালকে অপমান করা মানে রাজভবনকে অপমান করা বলে রাজ্যপাল জগদীপ ধনকার মন্তব্য করেছেন। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে আজ গান্ধী স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে পরে সাংবাদিকদের কাছে তাঁর উষ্ণ্মা প্রকাশ করে বলেন, রাজভবনের সাথে দূরত্ব তৈরি করা হয়েছে। সরকারি আধিকারিকরা রাজনৈতিক দলের হয়ে কাজ করছে বলেও তিনি অভিযোগ করেন। অন্যদিকে, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু রাজ্যপালের এই মন্তব্যের কড়া সমালোচনা করে বলেন, তিনি এইসব কথা বলে রাজ্যপালের নামের আগে একটা নৈ- শব্দ বসাচ্ছেন। তিনি একটি দলের মুখপাত্র হিসেবে কাজ করছেন বলেও ব্রাত্য বাবু অভিযোগ করেন।