হুগলি , ১৮ নভেম্বর:- করোনা আবহে রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করলো নবগ্রাম পিপিলস কো অপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড। বুধবার নবগ্রামের সংহতি ভবনে করোনা বিধি মেনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল, কো অপারেটিভ ব্যাংকের সভাপতি মানস রায়, নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌর মজুমদার। এদিন করোনা বিধি মেনে বহু মানুষ রক্তদান করেন।