উঃ২৪পরগনা , ১৪ আগস্ট:- ফের চিকিৎসার অভাবে প্রাণ গেলো এক যুবকের । কয়েকটি হাসপাতাল ঘুরেও মিললো না চিকিৎসা । ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বারাকপুর মোহনপুর বরোকাঠালিয়া । মৃত যুবকের নাম দীপঙ্কর সিংহ রায় একটি বেসরকারি সংস্থার কর্মী ।۔পরিবারের লোক জানান নার্ভের সমস্যা নিয়ে ভুগছিল । এরপর গতকাল বিকেলে শ্বাসকষ্ট শুরু হয় । কাল রাত ৮۔৩০ থেকে প্রথমে ব্যারাকপুরের একটি বেসরকারি হসপিটাল তারপর সেখান থেকে বারাকপুর পৌরসভা পরিচালিত হসপিটালে নিয়ে গেলে সেখানেও করোনা সন্দেহে না দেখে ফিরিয়ে দেওয়া হ য়।۔এরপর সেখান থেকে বারাকপুর বি এন বোস হসপিটালে নিয়ে গেলে সেখানেও ভর্তি নেওয়া হয়নি । ۔এরপর তাকে সাগরদত্ত হসপিটালে রেফার করা হয় রাস্তায় মৃত্যু হয় রাত ১০:৩০ নাগাদ ।বাড়ির লোকের অভিযোগ চিকিৎসার অভাবেই মৃত্যু হয়েছে ওই যুবকের । বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস খোঁজ নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন।
Related Articles
৭৬জন যাত্রী নিয়ে নিউ দিল্লী-ডিব্রুগড় কোভিড এসি স্পেশাল ট্রেন এসে পৌঁছায় নিউ জলপাইগুড়িতে।
শিলিগুড়ি,১৩ মে:- বুধবার দুপুর সাড়ে ৩টা নাগাদ নিউ দিল্লী-ডিব্রুগড় কোভিড এসি স্পেশাল ট্রেন এসে পৌঁছায়। এই ট্রেনে করে ৭৬জন যাত্রী আসেন নিউ জলপাইগুড়িতে। ষ্টেশনের ওভার ব্রীজেই যাত্রীসহ তাদের মালপত্র স্যানিটাইজ করা হয়।এরপর বাইরে তাদের থার্মাল স্ক্রিনিং করে তাদের ফিট সার্টিফিকেট দেওয়া হয়।শুধু তাই নয় পাহাড়ের যে সকল যাত্রী এসেছেন তাদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য দুটো […]
স্কুল ছুটির বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু নবম শ্রেণীর ছাত্রের।
হাওড়া, ২২ আগস্ট:- স্কুল থেকে বাড়ি ফেরার সময় বন্ধুদের সঙ্গে প্রবল বৃষ্টিতে পুকুরে নেমে জলে তলিয়ে গেল ক্লাস নাইনের এক ছাত্র। এদিন বিকালে প্রবল বৃষ্টিতে বেশ কয়েকজন স্কুল পড়ুয়া স্কুলের পোশাক পরেই দক্ষিণ হাওড়ার দানেশ শেখ লেনের ওই পুকুরে স্নান করতে নামে। স্থানীয় বাসিন্দারা জানান, এরা সকলেই অত্যন্ত উশৃংখলভাবে জলে দাপাদাপি করছিল। এরপরেই হিকমতিয়ার খান […]
‘পাগলা’ কুকুরের আতঙ্কে জেরবার জগৎবল্লভপুরের বাসিন্দারা।
হাওড়া, ৬ ফেব্রুয়ারি:- ‘পাগলা’ কুকুরের আতঙ্কে জেরবার হাওড়ার জগৎবল্লভপুরের বেলেপ্রতাপপুরের বাসিন্দারা। অভিযোগ, শুধু একদিনেই কুকুরের কামড়ে জখম হয়েছেন কমবেশি ১৬ জন। বুধবার ঘটনাটি ঘটে জগৎবল্লভপুরের বেলেপ্রতাপপুর এলাকায়। এই ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার একটি ‘পাগলা’ কুকুর গত কয়েকদিন ধরে স্থানীয় বাসিন্দাদের কামড়াচ্ছে। এদিন সকাল থেকে ওই কুকুরের কামড়ে ১৬ জন জখম […]








