এই মুহূর্তে জেলা

জোট বাঁধুন , তৈরি হন ,বিজেপিকে একা করে দিন – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পুরুলিয়া,৩০ ডিসেম্বর:-  বিজেপি মানুষে মানুষে ভাগ করছে। দিল্লি, লখনউয়ে তৃণমূলের দলকে ওরা ঢুকতে দেয়নি। কিন্তু ওরা এখানে এসে মিটিং-মিছিল করছে।এখানে সবাই একসাথে বাস করে। স্বাধীনতার এতদিন পরে আমাদের প্রমাণ করতে হবে আমরা নাগরিক। এভাবে কোনও সরকার চলে না। এরা ছাত্রদেরও ভয় দেখাচ্ছে। কাউকে কথা বলতে দেবে না, এটা কেমন গণতন্ত্র।সোমবার পুরুলিয়ায়  বিরোধী মিছিলের আগে এই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                  তিনি বলেন, এনআরসি করে ভারত থেকে মানুষকে তাড়ানোর চক্রান্ত চলছে। সবাইকে বলব, জোট বাঁধুন। তৈরি হন। বিজেপিকে একা করে দিন। আপনাদের মাথার উপর ছাদ যেন কেউ কেড়ে না নিতে পারে, সেজন্যই আন্দোলন। এখানে কারও অধিকার কেড়ে নিতে পারবে না।এদিন তিনি পুরুলিয়ায় মিছিল করলেন।পুরুলিয়ায় গ্রীষ্মকালীন জলকষ্টের থেকে রেহাই পেতে ইতিমধ্যেই পিএইচই এবং ক্ষুদ্র সেচ দপ্তরকে কাজে নেমে পড়তে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । অন্যদিকে দলীয় বিধায়ক দের জনসংজোগ এর ওপর গুরুত্ব দিতে বলেছেন মমতা। বিধায়কদের দিয়ে ইতিমধ্যেই এন আর সি বিরোধী অবস্থানে নামিয়েছেন টিএমসি সুপ্রিমো। এবার পুরুলিয়ার ক্ষেত্রে বিজেপি রুখতে সেই বিধায়ক দের ই দায়িত্ব দিলেন মমতা।। ৩ তারিখে মিছিল করবেন শিলিগুড়িতে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.