হুগলি, ২ জুলাই:- হুগলি-চুঁচুড়া পুরসভার অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতির আজ দ্বিতীয় দিনেও অশান্ত পরিস্থিতি অব্যাহত রইল। সকাল থেকেই পুরভবনের মূল গেটে অবস্থান বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারী শ্রমিকদের একাংশ। তাঁরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন সকালে পুরভবনের ভিতরে থাকা কর্মীদের আরেকটি অংশ কাজে যোগ দিতে এলে তাঁদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে আসেন তৃণমূল সমর্থিত পুরশ্রমিক সংগঠনের সভাপতি অসীম অধিকারী। তিনি কাজে যোগ দিতে ইচ্ছুক কর্মীদের আশ্বস্ত করলে ধীরে ধীরে কাজ শুরু হয়। তবে, গেটের বাইরে বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন কর্মবিরতিতে থাকা অস্থায়ী শ্রমিকদের আরেক অংশ। তাঁদের অভিযোগ, দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় এই কর্মবিরতি বাধ্য হয়েই করতে হয়েছে।
পুরপ্রধানের তরফে জানানো হয়েছে, “যাঁরা কাজ করতে চাইছেন, তাঁদের বাধা দেওয়া কখনোই উচিত নয়। প্রশাসন ও নাগরিক পরিষেবার স্বার্থে পুরসভা সচল রাখা দরকার।” অন্যদিকে পরিষেবা বন্ধ দেখে এদিন অনেক নাগরিকই পুরভবন থেকে ফিরে যেতে বাধ্য হন। তাঁরা পুরকর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এই পরিস্থিতিতে বিজেপির তরফে পুরসভা সচল রাখার দাবিতে এদিন পিপুলপাতি মোড় থেকে মিছিল বের করা হয়। মিছিল পুরভবনের সামনে পৌঁছলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও বচসার সৃষ্টি হয়। পরে বিজেপির একটি প্রতিনিধি দল পুরপ্রধানের কাছে গিয়ে স্মারকলিপি পেশ করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি চালানো হচ্ছে। এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই, তবে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।