এই মুহূর্তে জেলা

বাড়িতে ঢুকে গেলো জল , শ্রীরামপুরে পথ অবরোধ বাসিন্দাদের।


হুগলি, ৩০ জুলাই:- গত দুদিনের টানা বর্ষণে হুগলি জেলার বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে পড়ায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকাবাসীদের মধ্যে। এদিন সকালে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও জমা জল কিন্তু এখনো সরানো যায়নি, ফলে বিক্ষোভে ফেটে পড়েছেন। শ্রীরামপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের রাইল্যান্ড রোডের ১৫০ টি পরিবারের অভিযোগ গত তিনদিনের বর্ষায় আমরা খুব অসহায় অবস্থায় রয়েছি। রাস্তাঘাট ডুবে গেছে। বাড়িতে জল ঢুকে পড়ছে নিকাশি ব্যবস্থা ঠিক না থাকায় এই জল যন্ত্রনায় আমাদের ভুগতে হচ্ছে। তৃণমূল নেতা অন্ময় চ্যাটার্জী জানান দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষরা জমা জল যন্ত্রনায় ভুগছেন

অন্যান্য জায়গায় বৃষ্টি হয়ে গেলেও সেই জল নেমে যায় কিন্তু এখানে সেই জল নামতে বহু দিন সময় নেয়। এ ব্যাপারে পুরসভাকে বারবার বলা সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। এ ব্যাপারে শ্রীরামপুর পৌরসভার কো-অর্ডিনেটর গৌরমোহন দে জানান গত দুদিনে প্রচুর বৃষ্টির ফলে শুধু আমাদের শ্রীরামপুর নয় কলকাতা হাওড়া স্টেশন সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়েছে। আমরা গতকাল রাত থেকেই জরুরিকালীন ভিত্তিতে পাম্প চালিয়ে জমা জল বের করার চেষ্টা শুরু করে দিয়েছি, আশা করছি আজ বিকালের মধ্যে জমা জল আমরা মুক্ত করতে পারব।