হুগলি, ২ জুলাই:- চুঁচুড়া বাসস্ট্যান্ড ঢোকার মুখে ওই যুবককে গতকাল রাত থেকে পরে থাকতে দেখেন স্থানীয়রা। আজ সকালেও স্থানীয় বাসিন্দারা যুবককে একই ভাবে মুখ থুবরে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। খবর যায় চুঁচুড়া থানায়। ঘটনাস্থলে পৌঁছায় চুঁচুড়া থানার পুলিশ। যুবককে উদ্ধার করে দ্রুত ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে জানা গেছে, বছর ৩২ এর মৃত যুবক স্থানীয় একটি মিষ্টির দোকানে কাজ করতেন।
দোকানের কারিগর রমেশ চৌধুরী জানান, “ছবিতে যুবককে দেখে চিনতে পারি। দু’তিন দিন আগে আমাদের দোকানে কাজ করছিল। আমরা তাকে ‘আকাশ’ নামে চিনতাম।” স্থানীয় বাসিন্দাদের দাবি, গতকাল সন্ধ্যায় ওই যুবককে এলাকায় কয়েকজনের কাছে টাকা ধার চাইতে দেখা যায়। পরে তাকে মদ্যপ অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতেও দেখেন অনেকে। তবে আজ সকালে দীর্ঘক্ষণ একই জায়গায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় পুলিশে।