কলকাতা, ১৭ ফেব্রুয়ারি:- আগামী সপ্তাহ থেকেই রাজ্যের ভোট কর্মীদের কোভিড টিকাকরণ শুরু হবে।প্রায় সাড়ে চার লক্ষ ভোট কর্মী এই টিকা পাবেন বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। আগামী সোমবার থেকেই তাদের টিকাকরণের কাজ শুরু করতে চাওয়া হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। গত সোমবারই কেন্দ্রীয় সরকার ভোট কর্মীদের টিকাকরণ এর আওতায় আনতে রাজ্য সরকার গুলিকে নির্দেশ দেয়। কতজন ভোট কর্মীকে টিকা দিতে হবে তার তালিকা ও চেয়ে পাঠানো হয়। এরপর এই রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণের স্বরূপ নিগাম জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন।
সেখানে জেলাশাসক দের কাছে সংশ্লিষ্ট জেলার ভোট কর্মীদের তালিকা চাওয়া হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর।স্বাস্থ্য সচিব জানিয়েছেন সোমবার থেকেই ভোট কর্মীদের প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবে টিকাকরণের কাজ শুরু হবে। ভোটের আগেই তারা যাতে দু ডোজ টিকা পান তা নিশ্চিত করা হবে বলে স্বাস্থ্য সচিব জানিয়েছেন। এর আগে প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবে ডাক্তার স্বাস্থ্যকর্মী পুলিশ কর্মী সহ সাড়ে পাঁচ লক্ষ কোভিড যোদ্ধার টিকাকরণ এর কাজ চলছে রাজ্যে। এর সঙ্গেআরো প্রায় সাড়ে চার লক্ষ ভোগ করবি নাম যুক্ত হতে পারে বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে।