এই মুহূর্তে জেলা

তিন দুষ্কৃতিতে গ্রেফতার করল হুগলির দাদপুর থানা।

হুগলি, ১৩ মে:- গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মধ্যরাতে দাদপুর থানার পুলিশ তালচিনানের কাছে একটি পরিত্যক্ত পাম্প হাউসে অভিযান চালায়। দাদপুর থানার ওসি অভিষেক চৌধুরী ও অন্যান্য অফিসার সহ পুলিশ বাহিনী নিয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন জনকে গ্ৰেফতার করে।

আজ ধৃতদের চুঁচুড়া আদালতে পাঠানো হয় পুলিশ হেফাজত চেয়ে। পুলিশ জানিয়েছে প্রায় সাত আটজন জরো হয়েছিল ডাকাতির উদ্দেশ্যে। পুলিশ যেতেই বাকিরা পালিয়ে যায়।তিনজন ধরা পরে। তাদের আগেও বিভিন্ন থানায় অপরাধাের অভিযোগ রয়েছে। তিন দুষ্কৃতীদের বিরুদ্ধে।