এই মুহূর্তে কলকাতা

দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুর পুত্রের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য

কলকাতা, ১৩ মে:- রাজ্য রাজনীতিতে শোকের ছায়া। বিজেপি নেতা দিলীপ ঘোষ ও তাঁর নবপরিণীতা স্ত্রী রিঙ্কু মজুমদার–এর একমাত্র পুত্র সৃঞ্জয় মজুমদারের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতা ও আশপাশের রাজনৈতিক মহলে। সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যার দিকে সৃঞ্জয়কে আশঙ্কাজনক অবস্থায় বিধাননগর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, মায়ের সঙ্গে দিলীপ ঘোষের বিয়ের মাত্র ২৫ দিনের মাথায় ঘটে গেল এই মর্মান্তিক মৃত্যু।

সৃঞ্জয় মজুমদার পেশায় ছিলেন আইটি কর্মী। কিন্তু মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা গেছে, দেহটি আর জি কর হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।কী কারণে এই মৃত্যু— আত্মহত্যা, অসুস্থতা, না কি অন্য কোনও রহস্য? এখনও পর্যন্ত পরিবার বা প্রশাসনের তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। এদিকে, এই ঘটনায় এখনও মা রিঙ্কু মজুমদার বা পরিবারের অন্য সদস্যদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য,

বেশ কয়েক বছর আগে বিবাহবিচ্ছেদ হয় ৪৭ বছরের রিঙ্কুর। দিলীপের সঙ্গে তাঁর বিয়ের দিন সৃঞ্জয় বলেছিলেন, ‘‘১৩ বছর ধরে সামাজিক এবং পারিবারিক দায়িত্ব পালন করেছেন মা। এ বার নিজের জীবন শুরু করছেন। আমি মন থেকে খুশি (মায়ের জন্য)।’’ তিনি এ-ও জানান, দিলীপের সঙ্গে তাঁর একাধিক বার দেখা হয়েছে এবং কথাবার্তা হয়েছে। বাবা হিসাবে দিলীপকে তিনি মন থেকে মেনে নিয়েছেন। সেই সৃঞ্জয়ের আচমকা মৃত্যু ঘিরে রহস্য ঘনাচ্ছে…