এই মুহূর্তে জেলা

হুগলির শিক্ষা ভবনে বিজেপি যুব মোর্চার বিক্ষোভে ধুন্ধুমার।

হুগলি, ১৯ মার্চ:- আজ হুগলি শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখাল ভারতীয় জনতা যুব মোর্চার হুগলি সাংগঠনিক জেলার কর্মীরা। শিক্ষা সংক্রান্ত একাধিক সমস্যা ও দাবি তুলে ধরে এই বিক্ষোভে যুব মোর্চার নেতাকর্মীদের পাশাপাশি মহিলা মোর্চার সদস্যরাও অংশ নেন। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি তুষার মজুমদার, সাধারণ সম্পাদক সুরেশ সাউ, যুব মোর্চার সভাপতি রাজীব ঘরামী-সহ একাধিক বিজেপি নেতা ও কর্মী। হুগলি সাংগঠনিক জেলা কার্যালয় থেকে শুরু হওয়া এক বিশাল বিক্ষোভ মিছিল হুগলি শিক্ষা ভবন পর্যন্ত গিয়ে শেষ হয়, যেখানে বিজেপি যুব মোর্চার তরফে একটি স্মারকলিপি প্রদান করা হয় শিক্ষা দপ্তরের আধিকারিকদের।

জেলার একাধিক বিদ্যালয়ে শৌচালয় ব্যবস্থা না থাকায় ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের অসুবিধা দূর করতে হবে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে দু’বছরের মধ্যে সার্ভিস বুক চালু করতে হবে, প্রতিটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও প্রয়োজনীয় সহকারী শিক্ষক নিয়োগ করতে হবে, মিড ডে মিলে দুর্নীতি বন্ধ করতে হবে এবং তসরূপকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, বিদ্যালয় পরিচালনার অর্থ ও মিড ডে মিলের অর্থ যারা নয়ছয় করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, প্রতিটি বিদ্যালয়কে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে বিদ্যালয়গুলিতে এসএমসি (স্কুল ম্যানেজমেন্ট কমিটি) নির্বাচন পুনরায় চালু করতে হবে। বিক্ষোভ শেষে যখন বিজেপি কর্মীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন, তখন পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়।