হুগলি, ১৯ মার্চ:- হুগলির পান্ডুয়ার খীরকুন্ডি নামাজগ্রাম নিয়ালা গ্রাম পঞ্চায়েতের শান্তিনগর এলাকায় পুকুরের পার দিয়ে রয়েছে গ্রামের মানুষের যাতায়াতের ঢালাই রাস্তা।গ্রামের কয়েকশ মানুষ ওই রাস্তা দিয়েই প্রতিদিন যাতায়াত করে। গত কয়েক মাস আগে রাস্তার একাংশ ভেঙে জলে চলে যায়। তৈরি হয়েছিল বড় গর্ত। স্থানীয় বাসিন্দারা ঝুঁকি নিয়েই করছে যাতায়াত। প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও এখনো মেরামত করা হয়নি রাস্তা। ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস আগে পুকুর পাড়ের রাস্তার একাংশ ভেঙে যায়। রাতের বেলায় যাতায়াত করতে অসুবিধা হয়। এমনকি এম্বুলেন্স দমকল বা ভারীযান চলাচল করতে পারে না।
কোন দুর্ঘটনা ঘটলে দমকল সময়ে পৌঁছতে পারবেনা। অসুস্থ রোগীকে নিয়ে যেতেও সমস্যায় পড়তে হচ্ছে তাদের। অনেকটা ঘুরপথে নিয়ে যেতে হচ্ছে। শুধু তাই নয় স্কুলের ছাত্র-ছাত্রীদেরও যেতে সমস্যা হয়। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। কিছুদিন আগেই স্থানীয় পঞ্চায়েত লোহার রড দিয়ে রাস্তা মেরামত করতে উদ্যোগী হলেও লাভের লাভ কিছুই হয়নি। বরং রাস্তার একাংশ বসে গিয়ে তৈরি হয়ে যায় গর্ত। পঞ্চায়েত উপ প্রধান আব্দুল হাকিম বলেন, পঞ্চায়েতের জেনারেল ফান্ড থেকে কাজ করার চেষ্টা হয়েছিল। পুকুরে জল থাকায় গার্ড ওয়াল দেওয়া যায়নি। আমরা ওই কাজ খুব তাড়াতাড়ি করব পুকুরের জল কমলে। পুকুর মালিক যদি লিখিত ভাবে পঞ্চায়েতকে জানায় তাহলে পঞ্চায়েত জল সেচে গার্ড ওয়াল দিয়ে রাস্তার কাজ করতে পারে।