এই মুহূর্তে জেলা

বকেয়ার দাবিতে অস্থায়ী স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ হাওড়া পুরসভায়।

হাওড়া, ১৮ মার্চ:- তাঁরা বকেয়া টাকা পাচ্ছেন না কয়েক মাস ধরে।ডেঙ্গু প্রতিরোধ অভিযানে কাজ করে চলেছেন নিয়মিত। বাধ্য হয়ে মঙ্গলবার বকেয়া মেটানোর দাবিতে হাওড়া পুরসভার মূল গেট কালো ওড়না দিয়ে বেঁধে দিয়ে বিক্ষোভ দেখালেন অস্থায়ী স্বাস্থ্য কর্মীরা। বিক্ষোভ চলাকালীন এদিন পুরসভায় প্রবেশ করতে দেওয়া হয়নি কাউকে। টাকা না পেলে ডেঙ্গু বিজয় অভিযান স্তব্ধ করে দেবার হুঁশিয়ারি দেন মহিলা কর্মীরা। এখানেই থেমে থাকলে না মহিলা কর্মীরা, কর্পোরেশনের সামনে এম জি রোড পথ অবরোধ করে স্তব্ধ করে দেন যান চলাচল।

এদিন স্বাস্থ্য কর্মীদের অবরোধ তুলতে ঘটনাস্থলে ছুটে আসে বিরাট পুলিশ বাহিনী এবং র‍্যাফ। পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান ডা: সুজয় চক্রবর্তী জানিয়েছেন একটি অসুবিধার কারণে তাদের মাইনে বাকি ছিল। তবে আজকালের মধ্যে এক মাসের বেতন দিয়ে দেওয়া হবে। বাকি বেতনের জন্য তিনি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছেন যাতে তাদের পাওনা মিটিয়ে দেওয়া যায়।