হুগলি, ১৩ জানুয়ারি:- হুগলি জেলার বিভিন্ন স্থানে রেলের আন্ডারপাস ও সাবওয়ে দাবিতে বার বারই কিন্তু প্রতিবাদ গড়ে তুলছেন রাজ্যের শাসক দলের মন্ত্রী বেচারাম মান্না। এবার আজ হুগলি জেলার জনাই স্টেশনে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা করলেন। মূলত হাওড়া ডিভিশনের হাওড়া বর্ধমান কর্ড লাইনে এখনো পর্যন্ত অনেকে জায়গা আছে যেখানে পারাপারের জন্য রেলগেট থাকলেও তাতে অনেক অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে নিত্যযাত্রীদের। কারণ স্কুল ও অফিস টাইম তে ট্রেন চলাচল করার জন্য দীর্ঘক্ষণ ধরে রেলগেটে আটকে থাকতে হচ্ছে আর তাতেই নিজ গন্তব্যে পৌঁছাতে পারছে না ঠিক সময়ে।
পাশাপাশি বেশ কিছু জায়গায় পারাপারের জন্য নেই কোন রকমের সুবিধা কার্যত জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে। রেল দফতরে একাধিক বার এই বিষয়ে জানানোর পরেও কোনো রকম কর্ণপাত করছেন না আধিকারিকরা। বিগত দিনে দেখা গেছে আন্দোলনের মাধ্যমে আমরা মানুষের দাবি আদায় করতে পেরেছি, তার নমুনা হিসেবে সিঙ্গুর আন্দোলন কে ব্যাখ্যা করেন। পাশাপাশি তিনি আরো জানিয়ে দেন আগামী ২৫ তারিখ ডি.আর.এম অফিসে ডেপুটেশন দেবেন এবং তার পরেও যদি কোন কাজ না হয় তাহলে আগামী দিনে সিঙ্গুরের মতো আন্দোলন গড়ে তুলবেন আর এখনই যে ভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষের সমর্থন আছে তাতে করে রেলকে ভাবতে হবে।