হাওড়া, ১৩ জানুয়ারি:- বেআইনি নির্মাণ বন্ধে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে হাওড়া পুরসভা। এবার হাওড়া শহরে নতুন নির্মীয়মাণ বাড়ির অনুমোদনের ‘সামারি রিপোর্ট’ হাওড়া পুরসভার ওয়েবসাইটে দেওয়া থাকবে বলে পুরসভা সুত্রে জানানো হয়েছে। ওয়েবসাইটে হোল্ডিং নম্বর দিয়ে সার্চ করলেই সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বাড়ির পুরসভা অনুমোদনের রিপোর্ট জানা যাবে। সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক বৈঠক করে এই তথ্য দেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। তিনি বলেন, বেআইনি নির্মাণ বন্ধ করতেই পুরসভার এই উদ্যোগ।
হোল্ডিং নম্বর ধরে সার্চ করলেই তৎক্ষণাৎ নির্মীয়মাণ বাড়ির অনুমোদনের তথ্য পাওয়া যাবে। এরই পাশাপাশি বেআইনি নির্মাণ ভাঙতে টিম সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হাওড়া পুরসভা। এখন দুটি টিম মিলিয়ে মোট ১৬ জন বেআইনি বিল্ডিং ভাঙতে নিযুক্ত কর্মী আছেন। এখন আরও বেশি সংখ্যক কর্মী নিযুক্ত করা হচ্ছে। এরই সঙ্গে সেপটিক ট্যাঙ্কবিহীন বাড়ি চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিচ্ছে হাওড়া পুরসভা।