এই মুহূর্তে জেলা

বড়দিনে সেজে উঠেছে শ্রীরামপুরের সেন্ট ওলাভস চার্চ।

হুগলি , ২৫ ডিসেম্বর:- বড়দিন উপলক্ষে সেজে উঠেছে জেলার ব্যান্ডেল চার্চ থেকে শ্রীরামপুর চার্চ। ১৯ শতকের গোড়ায় অর্থাৎ ১৮০৬ সালে তৈরি হয়েছিল শ্রীরামপুর সেন্ট ওলাভস চার্চ। এই চার্চ কে ডেনিশ চার্চ নামে পরিচিত। আগে শ্রীরামপুর শহরে ডেনমার্কের একটি ছোট উপনিবেশ ছিল। আজ সকাল থেকে শুরু হয়েছে প্রভুর যীশুর উদ্দেশ্যে প্রার্থনা। খৃষ্ট ধর্মালম্বীরা এসে প্রার্থনায় যোগ দিয়েছে। গতকাল রাত ১২টা পর্যন্ত প্রার্থনা হয়েছে। আজ সকাল নটায় শুরু হবে প্রার্থনা।