উঃ২৪পরগনা, ২২ নভেম্বর:- রাত পোহালেই রাজ্যের উপনির্বাচনে ছয় কেন্দ্রের ভোট গননা। সকাল থেকে প্রস্তুতি চলছে গণনা কেন্দ্রগুলিতে। উত্তর ২৪ পরগনার হারোয়া ও নৈহাটী দুটি কেন্দ্রের গণনা রয়েছে। নৈহাটী কেন্দ্রের গণনা হবে নৈহাটী বঙ্কিমাঞ্জলি ষ্টেডিয়ামে। শহরের জনবহুল এলাকায় গণনা কেন্দ্র করা নিয়ে বিরোধীরা অভিযোগ আগে ভাগেই জানিয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন বিরোধীদের আপত্তি শোনেনি।
নৈহাটীর গণনা কেন্দ্র ষ্টেডিয়ামে ঢোকার রাস্তার দুধারে বাশের ব্যারিকেড লাগানো হয়েছে। রাস্তার দুপাশের গলির মুখগুলোতে থাকছে গার্ডরেল। স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের গলি বোঝাতে পুলিশের পক্ষ থেকে ফ্লেক্স লাগানো হয়েছে। গণনা কেন্দ্রের চত্বরে মিডিয়া সেন্টারের প্রস্তুতির কাজ চলছে। ষ্ট্রংরুম পাহারায় কেন্দ্রীয় বাহিনী রয়েছে। সবমিলিয়ে নৈহাটীর গণনা কেন্দ্রে এখন সাজো সাজো রব।