এই মুহূর্তে জেলা

ট্রেনে তবলা বাদকের খুন-কাণ্ডে হাওড়ায় DRM কে ডেপুটেশন INTTUC র।

হাওড়া, ২২ নভেম্বর:- ট্রেনের প্রতিবন্ধী কামরায় তবলা বাদককে খুন-কাণ্ডে হাওড়ায় DRM কে ডেপুটেশন INTTUC র। রাতের ট্রেনে যাত্রীদের নিরাপত্তার দাবিতে হাওড়ায় ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। শুক্রবার দুপুরে ওই বিক্ষোভের পাশাপাশি ডিআরএম’কে ডেপুটেশনের কর্মসূচি নেয় উত্তর হাওড়া আইএনটিটিইউসি।

উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী বলেন, বিশিষ্ট তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায় রাতের ট্রেনে নৃশংসভাবে খুন হলেন। ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নেই। নিরাপত্তার কোনও ব্যবস্থা রেল করতে পারেনি। রেলমন্ত্রীকে এর জবাবদিহি করতে হবে। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা রেলকে করতে হবে এবং রাতের ট্রেনে নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা রেলকে করতে হবে।