এই মুহূর্তে জেলা

২০ তম বর্ষে সিঙ্গুরের সাহানা বাড়ির জগধাত্রী পূজা।


হুগলি, ৮ নভেম্বর:- সপ্তমীর সকাল থেকে চলছে সিঙ্গুরের সাহানা বাড়ির জগদ্ধাত্রী পুজোর আরতি। এইবছর ২০ তম বর্ষে পদার্পন করল এই পুজো। মা কমলা সাহানা স্বপ্নদেশ পেয়েছিলেন। সেই থেকে বাড়ির মন্দিরে হয় পুজো। সাজানো হয়েছে মন্ডপ।

পুজোর কয়েকটা দিন পরিবার সহ গ্রামের মানুষজন ভোগ খেতে আসে সাহানা বাড়িতে। মন্ডপের পাশে করা হয়েছে মঞ্চ। সেখানে বাউল থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। চন্দননগরের পাশাপাশি সিঙ্গুরে হয় জাঁকজমক ভাবে জগদ্ধাত্রী পুজো।