হুগলি, ২৭ সেপ্টেম্বর:- ডানকুনি পৌরসভার ১৩ নং ওয়ার্ডে একটি ছোটদের স্কুলের সামনে সারাবছর জল জমা থাকে। এই নিয়ে ছোটরা ও অবিভাবকরা মিলে ডানকুনি পৌরসভা ঘেরাও করলো। ১৩ নং ওয়ার্ডের দক্ষিণ সুভাষ পল্লী এলাকায় শান্তি রঞ্জন প্রাথমিক বিদ্যালয়, নার্সারি থেকে ৪ ক্লাসের মোট প্রায় ২০০ জন ছোট ছোট স্কুল পড়ুয়া এখানে পরতে আসে। কিন্তু নিত্য দিনের জমা জলে রিতিমত ডেঙ্গুর আতঙ্কে ভুগছে স্কুল শিক্ষীকা থেকে অবিভাবকেরা।
জমা জলে ডেঙ্গুর আতঙ্কে এবার ডানকুনি পৌরসভা ঘেরাও করলো ছোট ছোট শিশুরা।এদিকে দীর্ঘক্ষণ পৌরসভার সামনে ছোট ছোট শিশুরা দাঁড়িয়ে থাকলেও পৌরসভার পক্ষ থেকে কোনো রকম সদুত্তর পাওয়া গেলো না। এদিকে স্কুল কতৃপক্ষ থেকে পৌরসভার ভতরে এক প্রতিনিধি গেলেও তাকেও নিরাষ হয়ে ফিরতে হলো। পৌরপ্রধান সহ কোনো প্রতিনিধিই কারও দেখা পাওয়া গেলো না। এদিকে এলাকায় পৌরসদস্য দেবাশীষ ব্যানার্জি কাছে গেলে, আনাদের দেখেই এই বিষয়ে কোন কথা বলবে না বলে সাফ জানিয়ে দেয়।