হুগলি, ১৩ সেপ্টেম্বর:- বিরল প্রজাতির সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য হুগলির বৈদ্যবাটির খড়পাড়া এলাকায়। শুক্রবার সকালে স্থানীয় সর্প বিশারদ অরিন্দম চক্রবর্তী উদ্ধার করেন হোয়াইট লিপ পাইথন। সাপটি যেমন একাধারে বিরল একই সঙ্গে বহুমূল্য আন্তর্জাতিক বাজারে।বৈদ্যবাটি ১৪ নম্বর ওয়ার্ড খড়পাড়া এলাকায় শেওড়াফুলি তারকেশ্বর শাখার ট্রেন লাইনের ধার থেকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিয়েছেন অরিন্দম চক্রবর্তী।
হোয়াইট লিপ পাইথন এই সাপ টি মূলত পাহাড়ি অঞ্চলের এক বিরল প্রজাতির ময়াল সাপ। বিগত কুড়ি তিরিশ বছরে এই সাপটি অত্যন্ত জনপ্রিয় হয় পোষ্য সাপ হিসাবে। অনেক সাপ প্রেমী মানুষ বাড়িতে এই সাপ পোষেন।
আন্তর্জাতিক বাজারে এই সাপের মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা। সর্বদা চকচকে ও মুখের সামনে সাদৃশ্যময় দাগ হওয়ার জন্য এই সাপ কে দেখতে অনেক সুন্দর বলে মনে করেন সর্প প্রেমীরা। তাতেই বেড়েছে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে এই সাপের চাহিদা। তবে এত বহুমূল্যবান সাপ কোথা থেকে এলো ওই জায়গায়? এই বিষয়ে সর্প বিশারদ অরিন্দম চক্রবর্তী জানান, ওই এলাকায় মাল গাড়ির লাইন রয়েছে। সেখানে কোন পাথর বোঝাই কন্টেইনারের সঙ্গে হয়তো চলে এসেছে এই সাপটি। তিনি নিজে ৩৫ বছর সাপ উদ্ধারের সঙ্গে যুক্ত। এই প্রথমবার এই ধরনের বিরল প্রজাতির ময়াল সাপ তিনি উদ্ধার করলেন। উদ্ধার করার পর বহু মূল্যর সাপটিকে তুলে দেওয়া হয় বনদফতরের হাতে, যাতে সুরক্ষিতভাবে সাপটিকে যথাযথ জায়গায় ছেড়ে আসা যায়।