এই মুহূর্তে জেলা

ব্যবসায়ীর বাড়িতে গয়না ও টাকাপয়সা লুট, ডোমজুড়ে চাঞ্চল্য।

হাওড়া, ১ মার্চ:- পরিবারের অনুপস্থিতির সুযোগে ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে কয়েক লক্ষ টাকার সোনার গয়না ও নগদ টাকা লুঠ করে নিয়ে গেল দুস্কৃতীরা। হাওড়ার ডোমজুড়ের মাকড়দহ ২নং গ্রাম পঞ্চায়েতের ধাড়সা শিবতলায় ওই ঘটনা ঘটে। ওই এলাকার বাসিন্দা দুধকুমার বাগ এলাকার বহু পুরনো ইমিটেশন গয়নার ব্যবসায়ী। সম্প্রতি তিনি মুড়ির কারখানাও চালু করেছিলেন। বাড়িতে ওই দুস্কৃতী হানায় বড়সড় ক্ষতির মুখে পড়ে দিশেহারা অবস্থা তাঁর। স্থানীয় সূত্রে জানা গেছে, মাস দেড়েক আগে নিজের ছোট মেয়ের বিয়ে দেন দুধকুমার বাবু। তাঁর হাওড়ার শিবপুরে অন্য একটি বাড়ি আছে। সেই বাড়িতে দুই মেয়ে জামাই সহ পরিবারের অন্যদের সঙ্গে সময় কাটাতে গত বুধবার সেখানে সস্ত্রীক যান তিনি।

বৃহস্পতিবার রাতে তাঁরা বাড়িতে না থাকার সুযোগেই বাড়ির পাশের দিকের একটি গেটের তালা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। এরপর একতলা ও দোতলা মিলিয়ে পরের পর ৭টি ঘর ও সিঁড়ির নিচের একটি ঘরের তালা ভেঙে ফেলে তারা। এরপর একের পর এক আলমারির লক ভেঙে লুঠ হয় গহনা ও নগদ টাকা সহ মূল্যবান বহু জিনিস। শুক্রবার সকালে দুধকুমার বাবুর কারখানার এক কর্মী কাজে এসে বাড়ির একটি দরজায় তালা ভাঙা দেখে বাড়ির মালিককে খবর দেন। তখনই সপরিবার ছুটে আসেন দুধকুমারবাবু। এসে বাড়ির পরিস্থিতি দেখে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তিনি। ডোমজুড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।