হুগলি, ৩ সেপ্টেম্বর:- রাজমিস্ত্রী র কাজের সুযোগ নিয়ে নাবালিকাকে বার বার ধর্ষন ও তার জেরে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় ঐতিহাসিক রায় দিল আরামবাগ মহকুমা আদালত। জানা গেছে গত ২০২১ সালের নভেম্বর মাসে আরামবাগের রামনগর গ্রামের বাসিন্দা অন্তঃসত্ত্বা ওই নাবালিকার অভিযোগের ভিত্তিতে গোঘাট থানা এলাকার সুন্দরপুর থেকে সানাউল্লা খা নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল আরামবাগ পুলিশ। পুলিশসুত্রে জানা গেছে,ধৃত ব্যক্তি নির্যাতিতার আত্মীয়। সেই সুযোগে নির্যাতিতার বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়েছিল সে। এইসুযোগে বিভিন্ন সময় বার বার ওই নির্যাতিতাকে ধর্ষন করে সে। আতঙ্কে প্রথমে ঘটনার কথা লুকিয়ে রাখলেও এরজেরেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা। এরপরেই আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নাবালিকা।
আরামবাগ মহকুমা আদালতে প্রায় ৩বছর ধরে বিচারপ্রক্রিয়া চলার পর অবশেষে এদিন ধৃতকে দোষী সাব্যস্ত করা হয়। বিচারপতি কৃষান কুমার আগরওয়াল ধৃতকে যাবৎজীবন কারাডন্ডের নির্দেশ দেন। এছাড়াও দশ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন মহামান্য বিচারক যে টাকা টা পাবেন নির্যাতিতা মহিলা। এর পাশাপাশি ঐ নির্যাতিতাকে তিন লক্ষ টাকা এওয়ার্ড দেওয়ার নির্দেশ দেন বিচারক। দীর্ঘদিন ধরে আইনি লড়াইয়ে বিচার পেয়ে স্বভাবতই স্বস্থি নির্যাতিতা ওই নাবালিকা ও তার পরিবারের লোকজন। যদিও এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন দোষী সানাউল্লার আইন জীবি জয়ন্ত চ্যাটার্জি।