হুগলি, ৪ সেপ্টেম্বর:- রাজ্যজুড়ে আবারো রাত দখলের ডাক দিয়েছে নাগরিক সমাজ থেকে শুরু করে সমাজের সবস্তরের মানুষেরা। হাতে মোমবাতি বুকে কালো ব্যাচ লাগিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে ছবি একে প্রতিবাদ। হুগলি চিকিৎসকদের ডাকে বৈদ্যবাটি থেকে শ্রীরামপুর বটতলা অব্দি দীর্ঘ ৭ কিলোমিটার রাস্তা মানব বন্ধন শৃংখললে আবদ্ধ হলেন হাজার হাজার সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক সমাজ। জি টি রোডের দু’ধারে আলো নিভিয়ে হাতে হাত রেখে অবিচ্ছেদ্য মানববন্ধন শৃংখলে মধ্যে দিয়ে চলে স্লোগান।
চিকিৎসক সুপ্রিম সাধুখা জানান তোমার বিচারের দাবিতে আজ আমাদের চিকিৎসক সমাজের তরফ থেকে মানববন্ধন শৃঙ্খলে ডাক দেয়া হয়েছিল তাতে হাজারে হাজারে মানুষ আজ পথে নেমেছে। বৈদ্যবাটি থেকে প্রায় বটতলা এতটা রাস্তা এক অবিচ্ছিন্ন মানববন্ধন তৈরি করা হয়েছে। আমাদের একটাই দাবি যত তাড়াতাড়ি সম্ভব তিলোক তোমার বিচার হোক না হলে পরবর্তী আরো বৃহত্তর আন্দোলনে নামবো।