এই মুহূর্তে কলকাতা

সন্দীপকে দেখে চোর চোর স্লোগান, ৮ দিনের সিবিআই হেফাজত আদালতের।

কলকাতা, ৩ সেপ্টেম্বর:- সন্দীপ ঘোষ সহ ৪ জনকে সিবিআই নিজাম প্যালেস থেকে নিয়ে যাওয়া হয় কোর্টের উদ্দেশ্যে। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের দুর্নীতি সংক্রান্ত মামলায় সিবিআই গতকালই গ্রেফতার করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ ৪ জনকে। নিজাম প্যালেস থেকে সন্দীপ সহ ৪ জনকে সিবিআই যখন বার করে তখন নিজাম প্যালেস চত্বরে চোর চোর বলে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ।

সিবিআই এর গাড়ি ঘিরে বিক্ষোভ চলে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঠেলে ভিড় সরায়। সিবিআই আধিকারিকরা দুটি লাল কাপড়ে বেশ কিছু নথি নিয়ে যায়। সম্ভবত আদালতে মামলা সংক্রান্ত যে তথ্য তুলে ধরবে সিবিআই সেই তথ্য ই রয়েছে। যদিও সন্দ্বীপের আইনজীবী জামিনের আবেদন করেনি আট দিনের সিবিআই হেফাজত দেয় আদালত।