এই মুহূর্তে জেলা

শ্রীরামপুর বটতলায় জি টি রোড অবরোধ বিজেপির।


হুগলি, ২৮ আগস্ট:- রেল রাজ্য সড়কের পরে এবার জিটি রোড অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মীদের। শ্রীরামপুর বটতলার চারমাথার মোরে ঝান্ডা হাতে বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা । ঘটনাস্টলে হাজির হয় শ্রীরামপুর থানা বিশাল পুলিশ বাহিনী । বিক্ষোভকারীদের পুলিশ হটাতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের শুরু হয় ধস্তা ধস্তি। তোমার। রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা চ্যাংদোলা করে সেখান থেকে তাদেরকে সরানো হয়।