হুগলি, ২৮ আগস্ট:-বিজেপির ডাকা বনধে কোনো প্রভাব পড়ল না সিঙ্গুরে। সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দোকান, বাজার সমস্ত খোলা রয়েছে। বনধের সমর্থনে বিজেপি রাস্তায় মিছিল করে। পাশাপাশি রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না দলীয় কর্মীদের নিয়ে দোকান, বাজারে মানুষজনকে বনধের বিরোধিতায় আহবান জানায়। এরই মাঝে সিঙ্গুর বাজারে বিজেপি-তৃণমূল হতেই তৃনমূলের কর্মীরা বিজেপির এক কর্মীকে বেধড়ক মারধোর করে।
সিঙ্গুরে বনধ ব্যর্থ হয়েছে বলে দাবি করেন মন্ত্রী বেচারাম মান্না। পাশাপাশি বিজেপির দাবি বনধ সফল হয়েছে সিঙ্গুরে। পাশাপাশি হরিপাল ব্লকে সমস্ত খোলা ছিল। হুগলি গ্রামীন পুলিশের ডি এস পি প্রিয়ব্রত বক্সির নেতৃত্বে পোলবা থানা এলাকার দিল্লি রোড এর নজরদারির কারনে গাড়ি চলাচল স্বাভাবিক ছিল। অন্যান্য দিনের মত দূর্গাপুর এক্সপ্রেস ওয়ে দিয়ে পণ্যবাহী ট্রাক ও গাড়ি চলাচল স্বভাবিক ছিল।