এই মুহূর্তে জেলা

হুগলির পুলকার দুর্ঘটনার পরই নড়েচড়ে বসল দক্ষিণ ২৪ পরগনা জেলার পরিবহন দপ্তর।

 

দ:২৪পরগনা,২০ ফেব্রুয়ারি:-  হুগলির পুলকার দুর্ঘটনার পরই নড়েচড়ে বসল বিভিন্ন জেলার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলার পরিবহন দপ্তর। শুরু হলো স্কুল গুলিতে অভিযান। আজ বাইপাস এর কাছে একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে যান পরিবহন দপ্তরের আধিকারিকরা। ওই স্কুলে থাকা স্কুলবাস তারা খতিয়ে দেখেন। পাশাপাশি ওই স্কুল এর পাশ দিয়ে যাওয়া অন্য স্কুলের গাড়ি গুলিকেও ধরা হয় । গাড়িগুলি দেখার পরই বেশ কয়েক দফা নির্দেশও দেন ট্রাফিক দপ্তরের আধিকারিকরা। একটি গাড়িতে তারা সিট বেল্ট লাগাতে বলেন, একটি বাসের উইন্ডস্কিনে স্ক্রাচ থাকায় সেটি পাল্টাতে বলেন। এছাড়াও একটি বাসের টায়ার পরিবর্তন করতে বলেন।

There is no slider selected or the slider was deleted.


শুধুমাত্র এই একটি স্কুলে নয়, বারুইপুর এর বিভিন্ন স্কুলে অভিযান চালানো হয় এদিন। পরবর্তী ক্ষেত্রেও এই অভিযান চলবে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের আধিকারিকরা। এমনকি বারুইপুর ও সোনারপুর এর বিভিন্ন বেসরকারি স্কুলের আধিকারিক থেকে গাড়ির ড্রাইভার ও স্কুল কর্তপক্ষ বারুইপুর জেলা পুলিশ এর ট্রাফিক দপ্তরের মিটিং হয় । সেখানে কি ভাবে স্কুল কর্তপক্ষ ও ড্রাইভার দের ট্রাফিক এর গাইড লাইন জানিয়ে দেওয়া হয় । এমনকি স্কুল কর্তপক্ষ এই নিয়ে কোনো মিটিং এর ব্যাবস্থা করে আমাদের ট্রাফিক বিভাগের আধিকারিকরা জানালে আমরা সেখানে ট্রাফিক এর যে নিয়ম নীতি আছে সেগুলি আমরা তাদের কে জানাবো।

There is no slider selected or the slider was deleted.

 

There is no slider selected or the slider was deleted.