হুগলি, ৮ আগস্ট:- জি টি রোডের যানজট এড়াতে রাতেই চলল উচ্ছেদ অভিযান।বাদ গেলো না শাসক দলের অফিস।কোন্নগর বাগখাল জিটি রোড সংলগ্ন এলাকা থেকে শুরু হয় জি টি রোডের দুই ধারে অবৈধভাবে জবরদখলকারী হকার উচ্ছেদ হল বুধবার রাতে।বহু দোকান ভেঙে দেওয়া হয়। কেন দিনে না করে রাতের অন্ধকারে এই কাজ? কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস জানান, জি টি রোড সংলগ্ন রাস্তার জবরদখলের উচ্ছেদ চলছে। যেহেতু জিটি রোড অন্যতম একটি ব্যস্ততম রাজ্য সড়ক। দিনের বেলায় এই কাজ হলে যানজটের সৃষ্টি হতে পারে।
সেই কারণে দিনের বেলায় না করে রাতের অন্ধকারে এই কাজ হয়েছে। চেয়ারম্যান আরো বলেন, রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চলবে জিটি রোড সংলগ্ন রাস্তায় অবৈধ জবর দখলকারী হকার উচ্ছেদের কাজ। এক মাস আগে থেকে নোটিশ দেওয়া হয়েছিল। সেই মোতাবেক শুরু হয়েছে হকার উচ্ছেদ। যারা নোটিশ পাওয়ার পরেও দোকান তোলেননি তাদের দোকান ভেঙে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী যেমন নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক পুরো কাজ চলছে। হকাররা জানান, রাতে দোকানের মাল পাহারা দিতে অনেকেই দোকানে শুয়ে থাকেন। এর আগে চন্দননগর উর্দিবাজারে উচ্ছেদ অভিযানে ভাঙা পড়েছিল তৃণমূলের পার্টি অফিস।এবার কোন্নগরে শাসকদলের অফিস ভেঙে গুঁড়িয়ে দেয় জেসিবি।