এই মুহূর্তে জেলা

কোন্নগরের রাস্তায় আটকে গেল দমকলের গাড়ি।

হুগলি, ৬ আগস্ট:- কোন্নগর ছোট কালিতলা এলাকায় রাস্তার মধ্যে আটকে গেল দমকলের গাড়ি। রাস্তার পাইপ বসানোর কাজ চলছিল ওই এলাকায়, সেখানেই কাঁচা মাটির মধ্যে ধসে যায় দমকলের গাড়ির চাকা। ঘটনায় চাঞ্চল্য কোন্নগর ছোট কালিতলা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে কালিতলা থেকে দমকলের গাড়ি ফিরছিল দমকল অফিসে। দিন কয়েক আগে ই ওই রাস্তা খোঁড়া হয়েছিল পাইপ বসানোর জন্য। সেখানে মাটি নরম থাকায় চাকা ধসে বিপত্তি হয় দমকলের। দমকলের গাড়ি আটকে যায়। পরবর্তীতে পৌরসভার তরফে জেসিবি নিয়ে এসে সেই গাড়ি তোলার প্রচেষ্টা চলছে।

এই বিষয়ে পুরসভার এক সদস্য তিনি জানান, গতকালই রাস্তার কাজ হয়েছে। রাস্তা খুঁড়ে সেখানে পাইপ বসানো হচ্ছিল, মাটি বর্ষার কারণে খুবই নরম। সেই কারণেই দমকলের গাড়ির চাকা আটকে গেছে। পুরসভার তরফ থেকে সেই গাড়ির তোলার দ্রুততম ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই বিষয়ক এক দমকল অধিকারী তিনি জানান, রাস্তায় একটি টোটোকে সাইট দিতে গিয়ে তাদের চাকা পড়ে যায় ওই মাটিতে তারপরেই মাটির তলায় ধসে ঢুকে যায়। তবে আপৎকালীন পরিস্থিতিতে কোন্নগর দমকলে অন্যান্য মোবাইল ভ্যান প্রস্তুত রাখা হয়েছে। যত শীঘ্র সম্ভব গাড়িটি উদ্ধার করা যায় সেই কাজ চলছে।