এই মুহূর্তে জেলা

বীরেন ডুবুরি ও দুই যুবকের তৎপরতায় মৃত্যুমুখ থেকে জীবন ফিরে পেলেন বেলুড়ের গৃহবধূ।

হাওড়া , ২৭ মে:- ডুবুরি বীরেন কর্মকার ও স্থানীয় দুই যুবকের তৎপরতায় মৃত্যুমুখ থেকে জীবন ফিরে পেলেন বেলুড়ের এক গৃহবধূ। পারিবারিক অশান্তির জেরে বৃহস্পতিবার সকালে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহননের চেষ্টা করেন ওই গৃহবধূ। খবর পেয়েই ছুটে আসেন স্থানীয় ডুবুরি পেশায় জুটমিল কর্মী বীরেন। তিনি ও দুই যুবক মিলে মৃত্যুর হাত থেকে বাঁচান গৃহবধূকে। জানা গেছে, বৃহস্পতিবার সকালে বেলুড়ের জগন্নাথ ঘাটে গঙ্গায় মরণঝাঁপ দেন বছর পঞ্চান্ন’র ওই প্রবীণা মহিলা। স্থানীয় দুই যুবক ওই ঘটনা দেখেই ডুবুরি বীরেন কর্মকারকে ফোনে খবর দেন। গঙ্গার ভরা কোটালের স্রোতে তখন অনেক দূরে ভেসে যাচ্ছিলেন গৃহবধূ। দ্রুত সেখানে পৌঁছে যান বীরেনবাবু।

দুই যুবককে সঙ্গে নিয়ে তিনিও গঙ্গায় ঝাঁপ দিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর গৃহবধূকে উদ্ধার করেন। এদিকে, বেলুড় থানার পুলিশ এসে গৃহবধূকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। গৃহবধূ প্রাণে রক্ষা পান। তবে তিনি এখনো বিপদমুক্ত নন বলে জানা গেছে। পারিবারিক অশান্তির কারণেই গঙ্গায় মরণঝাঁপ দিয়েছিলেন তিনি। মহিলার বাড়ি বেলুড়ের রামধন ঘোষ লেনে। উল্লেখ্য, বীরেন কর্মকার এখনো পর্যন্ত প্রায় শতাধিক মানুষের প্রাণ বাঁচিয়েছেন। বীরেনবাবু পেশায় অম্বিকা জুটমিল সিকিউরিটি ইনচার্জের কাজ করেন। এদিন স্থানীয় দুই যুবক নীলু দাস ও ধনপতি হালদার এই উদ্ধারকাজে তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।