এই মুহূর্তে জেলা

বাড়ি যেতে পথ ভুলেছিলেন বৃদ্ধ, বাড়ি পৌঁছে দিলেন পুলিশ কর্মি সুকুমার।

হুগলি, ৬ আগস্ট:- ধনিয়াখালির দাওড়া রাউৎপুরের বাসিন্দা শ্যামাপদ পাল(৬৫)। বৃদ্ধের ছেলে ধনঞ্জয় পশ্চিমবঙ্গ পুলিশ কর্মি। বর্তমানে হাওড়ার সিটি পুলিশের অধীনে ট্রাফিক পুলিশের এ এস আই পদে কর্মরত। চুঁচুড়ার স্টেশন সংলগ্ন ময়নাডাঙা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন তিনি। বৃদ্ধ ছেলের বাড়ি যাবেন বলে ধনিয়াখালি থেকে বাস ধরে চুঁচুড়ায় আসেন গতকাল রাতে। চুঁচুড়ার বাসস্ট্যান্ড এ বাস থেকে নামার পর ঠাওর করতে পারছিলেন না কোন দিকে যাবেন। শহরে ঘুরতে থাকেন। তাঁর সঙ্গে একটি ছোট্ট মোবাইল ফোন ছিল। কিন্ত সেটির চার্জ শেষ হয়ে যাওয়ার ফলে ফোনটি বন্ধ হয়ে যায়।এদিকে ছেলেও বাবা কে খুঁজতে থাকে। তখন সারে দশটা। বাড়ি ফিরছিলেন চন্দননগর পুলিশের কর্মি সুকুমার উপাধ্যায়।

বৃদ্ধকে একা একা ঘুরতে দেখে জিজ্ঞেস করেন কি ব্যাপার এত রাতে কোথায় ঘুরছেন। নিজে পুলিশ কর্মি পরিচয় দেন সুকুমার।বৃদ্ধ জানান তার ছেলেও পুলিশ কর্মি। তার বাড়িতে যাবেন বলে বেরিয়ে পথ ভুলেছেন। সুকুমার তার ছেলের নম্বর জেনে ফোন করে ঘটনার কথা জানান। তরাপর বৃদ্ধকে বাইকে চাপিয়ে ছেলের বাড়িতে পৌছে দেন। সুকুমার বলেন, ছেলেকে দেখে খুবই আনন্দিত হন বৃদ্ধ। ওনার ছেলের সামনেই আমার চিবুক ছুঁয়ে স্নেহভরে চুমু খান। আশির্বাদ করেন। আর এটাই আমার প্রাপ্তি। সুকুমার উপাধ্যায় এমনই একজন যে মানুষের জন্য কাজ করেন, মানুষের জন্য ভাবেন।