হাওড়া, ২০ জুন:- দিল্লির একটি সাইবার প্রতারণা মামলায় ইডি’র তল্লাশি অভিযান এবার হাওড়ায়। হাওড়ার সালকিয়ার শ্রীরাম ঢ্যাং রোডের বাসিন্দা মনোজ দুবের বাড়িতে বৃহস্পতিবার সকালে আসেন ইডি’র আধিকারিকরা। মোট ৫ জনের একটি দল সেখানে আসেন। জানা গেছে, ব্যবসায়ী মনোজ দুবের ভাইয়ের বিরুদ্ধেই মূলতঃ অভিযোগ। অনলাইনে ফোনের মাধ্যমে সার্ভার ক্রাইম,
আর্থিক তছরুপ, লরি কারবারের সঙ্গে যুক্ত ছিলেন অভিযুক্ত। প্লাস্টিকের দানার ব্যবসাও আছে এদের। এর পাশাপাশি লিলুয়ার চকপাড়া তেঁতুলতলায় পেশায় গাড়িচালক বিজয় সাউ এর ফ্ল্যাটেও আজ তল্লাশি চলছে বলে জানা গেছে। দীর্ঘ ৬ ঘন্টা ধরে টানা তল্লাশির পর অবশেষে ইডি আধিকারিকরা বেরিয়ে গেলেন হাওড়ার সালকিয়া এবং লিলুয়া থেকে। সালকিয়ার ব্যবসায়ী মনোজ দুবের পরিবারের লোকজন ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি।