এই মুহূর্তে জেলা

সিঙ্গুরে শুটআউটের ঘটনায় ধৃত দুই।


হুগলি, ২৫ জুন:- গোপনসুত্রে খবর পেয়ে সিঙ্গুর থানার পুলিশ বিহার থেকে দুইজন কে গ্রেফতার করেছে। ধৃতদের চন্দননগর মহকুমা আদালতে তোলা হবে। ধৃতরা হল মহম্মদ ইরশাদ আলম, বাড়ি সিঙ্গুর থানার জয়মোল্লা গ্রামে। অপর অভিযুক্ত ইনজেমামুল হক, বাড়ি বিহারের বৈশালী জেলায়। উল্লেখ্য, গত ১৮ ই জুন বিকালে সিঙ্গুর থানার সিংহেভেঁড়ি এলাকায় ছিনতাই এ বাঁধা দেওয়ায় গুলি করে খুন করেছিল মনোজ মন্ডল নামে এক ব্যাক্তিকে।