এই মুহূর্তে জেলা

চন্দননগরের জলভরা এখনো খাওয়া হয়নি পরে খাবো, প্রচারে বেরিয়ে বললেন রচনা।


হুগলি, ২৬ এপ্রিল:- চন্দননগর বিধানসভা এলকায় আজ প্রচার ও জনসংযোগ করেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।স্টেশন রোড কালীবাড়িতে পুজো দিয়ে চন্দননগর পুরনিগমের ১ তেকে ১০ নম্বর ওয়ার্ডে প্রচার করেন। ঢাক বাজিয়ে লক্ষীর ভান্ডার হাতে নিয়ে চলে শোভাযাত্রা। রচনাকে জিজ্ঞাসা করা হয় চন্দননগর মানেই তো শিল্পের শহর শিল্পীর শহর কি বার্তা দেবেন, তৃনমূল প্রার্থী বলেন, বার্তা পরে দেবো, এখনো বার্তা দেওয়ার সময় আসেনি।এখন শুধু প্রচার।

চন্দননগরের আলো আর জগদ্ধাত্রী পুজোর মত জলভরা সন্দেশও জগৎবিখ্যাত। সেই জলভরা সন্দেশ নিয়ে বলেন, এখনো খাওয়া হয়নি। পরে খাবো। রচনা বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করার পর থেকে কখনো দই কখনো ঘুগনি আলু পোস্ত আবার কখনো আলুরদম দিয়ে মুড়ি খেয়ে স্বাদের প্রশংসা করেছেন। আর তা নিয়ে মিম হয়েছে বিস্তর। খাওয়ার প্রসঙ্গ উঠতেই তাই বলেন, আর খেতে পারছিনা অনেক খাওয়া হয়ে গেছে।