এই মুহূর্তে জেলা

মনোনয়ন জমা দিলেন আরামবাগের বিজেপি প্রার্থী।

হুগলি, ২৬ এপ্রিল:- আজ মনোনয়ন জমা দিলেন আরামবাগের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগাড়। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে শোভাযাত্রা করে হুগলি জেলাশাসক দপ্তরে মনোনয়ন জমা দিতে যান বিজেপি প্রার্থী। অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অমিতেন্দু পালের কাছে মনোনয়ন জমা দেন আরামবাগের বিজেপি প্রার্থী। পেশায় শিক্ষক অরূপ কান্তি দিগার এবারই প্রথমনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটে জিতে আরামবাগ বাসীর জন্য কাজ করতে চান তিনি। অরূপকান্তি দিগার বলেন, স্বাধীনতার পর আরামবাগের জন্য সেই অর্থে কাজ হয়নি।

আরামবাগের সাতটি বিধানসভা সবদিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। যদি সুযোগ পাই তাহলে আরামবাগবাসীর জন্য কাজ করবো। অন্যদিকে এসইউসিআই এর পক্ষ থেকে আজ হুগলি শ্রীরামপুর ও আরামবাগের জন্য মনোনয়ন জমা দেওয়া হয়। হুগলির পবন মজুমদার, শ্রীরামপুরের প্রদ্যুৎ চৌধুরী ও আরামবাগে সুকান্ত পোড়েল মনোনয়ন জমা দেন।