এই মুহূর্তে জেলা

মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডুয়ায়।

হুগলি, ৭ মে:- আজ সকালে স্থানীয়রা মাঠের আলে মৃতদেহ পরে থাকতে দেখে।সালোয়ার-কামিজ পরা মহিলা উপুর পরে ছিলেন। তার একটি ব্যাগ পাশে পরে থাকতে দেখা যায়। খবর যায় পান্ডুয়া থানায়।পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
চিকিৎসক পরীক্ষা করে পুলিশকে জানিয়েছে বজ্রপাতের ফলে মৃত্যু হয়ে থাকতে পারে। মৃতদেহ ময়না তদন্তে মৃত্যুর কারন স্পস্ট হবে। মৃত মহিলা অজ্ঞাতপরিচয়। ঘটনার খবর পেয়ে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় পান্ডুয়া থানায় যান সেখানে পুলিশ আধিকারীকদের সঙ্গে কথা বলেন। তারপর যেখানে মৃতেদহ পরেছিল সেই মাঠে যান। গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেন।

লকেটের অভিযোগ, পুলিশ বলছে বজ্রপাতে মৃত্যু হয়েছে। কিন্তু ঘটনা তা নয়।মহিলার পরিচয় এখনো বের করতে পারেনি। মৃতদেহ কি করে আগে সরিয়ে দেবে সেই কাজ করেছে পুলিশ। এটা নিছক দূর্ঘটনা নয় খুন করা হয়েছে বলে অভিযোগ তার। সঠিক তদন্ত না হলে বিজেপি আন্দোলনে নামবে। গতকাল পান্ডুয়ার তিন্নায় বোমা ফেটে এক কিশোরের মৃত্যু দুজন গুরুতর জখম হয়। এতবড় ঘটনায় পুলিশের ভূমিকা কি ছিল তা নিয়ে প্রশ্ন আছে। সব মিলিয়ে আগামী কাল পান্ডুয়া থানা ঘেরাও এর ডাক দিয়েছে বিজেপি।