হুগলি, ১৫ অক্টোবর:- কোন্নগর সমবায় ব্যাংক নির্বাচনে সন্ত্রাষের অভিযোগ, বাম কংগ্রেস ভোটারদের মেরে বের করে দিয়ে তৃনমূল একচেটিয়া ভোট করে বলে অভিযোগ। জিটি রোড অবরোধ।পুলিশকে ঘিরে বিক্ষোভ। আজ কোন্নগর সমবায় ব্যাঙ্কের নির্বাচন হচ্ছে কোন্নগর হাইস্কুলে। বাম কংগ্রেস সমর্থিত প্রার্থীদের অভিযোগ ভোটের দিন সকাল থেকেই তৃণমূলের গুন্ডারা বুথ দখল করে রাখে। তাদের প্রার্থীদের মারধোর করে বের করে দেয়। প্রতিবাদে জিটি রোড বাটার মোর অবরোধ করে বাম কং।
বামেদের অভিযোগ ৩২ টা সিটে ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয় মনোনয়ন প্রত্যাহারের জন্য। ত্রিশটা আসনে ভোট গ্রহন শুরু হয়। এরপরই তৃনমূলের লোকজন বাম কং প্রার্থী ও ভোটারদের মেরে তাড়িয়ে দেয়। তৃনমূল যদিও অভিযোগ অস্বীকার করেছে। কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাসের দাবী অবাক এবং শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। কাউকে মারধর করা হয়নি। সিপিএম কংগ্রেসের লোক নেই তাই এজেন্ট দিতে পারেনি।