এই মুহূর্তে কলকাতা

আঁটোসাঁটো নিরাপত্তায় আগামীকাল রাজ্যে তিন কেন্দ্রের ভোটগ্রহণ।


কলকাতা, ২৫ এপ্রিল:- দ্বিতীয় দফার ভোটে ভাগ্য পরীক্ষা উত্তরবঙ্গের তিনটি লোকসভা আসনে। রায়গঞ্জ বালুরঘাটের সঙ্গে ভোটের লড়াইয়ে সামিল দার্জিলিংও। যেখানে মূল লড়াই বিজেপির রাজু বিস্তার সঙ্গে তৃণমূলের গোপাল লামা এবং কংগ্রেসের মুনিশ তামাং এর। এছাড়াও বালুরঘাটে হেভিওয়েট বিজেপির সুকান্ত মজুমদারকে লড়তে হবে তৃণমূলের বিপ্লব মিত্রের সঙ্গে। অন্যদিকে রায়গঞ্জে ত্রিমুখী,লড়াইয়ে মুকোমুখি হচ্ছেন তৃণমূলের কৃষ্ণকুমার কল্যাণীর, কংগ্রেসের আলি ইমরান রামজ ও বিজেপির কার্তিকচন্দ্র পাল। তবে এঁরা ছাড়াও প্রচুর প্রার্থী রয়েছেন নিজেদের ভাগ্য যাচাই করতে। তিন কেন্দ্রের মধ্যে পার্বত্য দার্জিলিংয়ের ভোট বরাবরই নজরকাড়া। এখানকার তিনটি ভোট গ্রহণ কেন্দ্র এতটাই দুর্গম জায়গায় যে, সেখানে সরাসরি গাড়ি পৌঁছায় না। কিছুটা গাড়িতে, আবার কিছুটা পায়ে হেঁটে সেখানে যেতে হয় ভোটকর্মীদের।

দার্জিলিং বিধানসভার অধীনে থাকা পুলবাজার ব্লকের তিনটি বুথ মিলিয়ে প্রায় তিন হাজার বাসিন্দা রয়েছেন। ভোটার সংখ্যা ১৪৫৬ জন। এর মধ্যে দারাগাঁও জুনিয়ার হাইস্কুলে ১০৩৪ জন, রাম্মাম ফরেস্ট প্রাইমারি স্কুলে ২০৯ জন এবং আর ৭৫৪৫ ফিট উচ্টতায় অবস্থিত সাবানদেন ফরেস্ট প্রাথমিক স্কুলের বুথে ভোটার সংখ্যা ২১৫ জন। দার্জিলিং সদর থেকে সংশ্লিষ্ট তিনটি বুথের দূরত্ব ১০৬ কিলোমিটার। জঙ্গলে ঘেরা বুথগুলিতে গাড়িতে পৌঁছনো সম্ভব নয়। বুধবার বিকালে দার্জিলিং গভর্মেন্ট কলেজের ডিসিআরসি থেকে ভোটকর্মীরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বুথের উদ্দেশে রওনা হন। রাতে শ্রীখোলা গ্রামে পৌঁছান। এদিন তারা পাহাড়ি চড়াই-উৎরাই পার করে নিজেদের ভোটকেন্দ্রে পৌঁছেছেন।