এই মুহূর্তে জেলা

ছিনতাইবাজ সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল চুঁচুড়া থানা।

হুগলি, ৫ মে:- চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত চুঁচুড়া থানা পুলিশের কাছে বিগত দিনে গহনা ছিনতায়ের ঘটনা নিয়ে বিভিন্ন অভিযোগ জমা পড়ছিল। তারপর থেকেই চুঁচুড়া থানার পুলিশ গোপন সূত্র মারফত এ বিষয়টি নিয়ে তৎপরতার সঙ্গে তদন্ত নামে। গত দুদিন আগেও হুগলী চুঁচুড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চকবাজার কাঠগোলা লেন থেকে ভর সন্ধ্যা বেলায় পথচারী মহিলার গলার হার ছিনতাইয়ের ঘটনায় আরো বিচলিত করে তোলে পুলিশ মহলকে। তারপর থেকে আরও তদন্তের গতিপ্রকৃতি বাড়ায় পুলিশ। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশের এস আই জয়ন্ত পালের নেতৃত্বে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করতে থাকে পুলিশ।

তারপর তাকে জিজ্ঞাসাবাদে মধ্যে উঠে আসে অসংগতি ও চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পুলিশ বিগত দিনে যে গহনা ছিনতাই ঘটনা নিয়ে তদন্ত করছিল তার মূল অভিযুক্তই রবীন্দ্রনগরের পশ্চিমপাড়ার বছর কুড়ি সুরজিৎ মিত্র। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে বিগত দিনে সে অন্যান্য সময় গহনা ছিনতায়ের ঘটনা স্বীকার করে এবং সে বিগত দিনে সোনার জিনিস কোথায় বিক্রয় করেছে তারও খোঁজ দেয় পুলিশকে। পুলিশ তড়িঘড়ি তার কথার ভিত্তিতে রবীন্দ্রনগরের বাসিন্দা ভোলানাথ কর্মকার ও সুরজিৎ দাস নামক দুই ব্যক্তিকে আটক করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বিগত দিনে ওর থেকে সরঞ্জাম কেনার কথা স্বীকার করে পুলিশের কাছে। আজ মূল অভিযুক্ত সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে চুঁচুড়ার বিশেষ আদালতে পেশ করল চুঁচুড়া থানা পুলিশ।