এই মুহূর্তে জেলা

তৃনমূল প্রার্থী মিতালী বাগের গাড়ি ভাঙচুর,অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

হুগলি, ৫ মে:- প্রচারে বেরিয়েছলেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। বাঁধের উপর তৃণমূল অফিসের সামনে তার গাড়ি দাঁড় করিয়ে গ্রামে প্রচার করতে যান তৃণমূল প্রার্থী। খানাকুলের পলাশপাই ১ নম্বর অঞ্চলের বরখন তলায় প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। মোস্তফা পুর তৃণমূল পার্টি অফিসের সামনে গাড়ি ভাঙচুর করা হয়। সেখানে প্রার্থী মিতালী বাগ তার গাড়ি রেখে দিয়ে গ্রামে গিয়েছিলেন। সেখানেই বিজেপির লোকজন হামলা চালায় বলে অভিযোগ। এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরী হয়। আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল চেয়ারপার্সন স্বপন নন্দী বলেন, আমাদের প্রার্থী মিতালী বাগ প্রচারে বেরিয়েছিলেন।

অফিসের সামনে রাখা ছিল তার গাড়িটা বাঁধের উপর। বিজেপির ছেলেরা সেই গাড়ি ভাঙচুর করে। আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি। যদিও বিজেপির পক্ষ থেকে জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, এরকম কোন ঘটনার সাথে আমাদের কর্মীরা জড়িত নন। এটা, বিজেপির কালচার নয়। যে ভাবে গোটা রাজ্য জুড়ে ডামাডোল, চাকরি দুর্নীতি সহ একাধিক ভাবে নাজেহাল হচ্ছে রাজ্য সেখানে এটা জনরোষের শিকার। হয়েছে তৃণমূল।