এই মুহূর্তে কলকাতা

প্রকৃতির রোষে বিধ্বস্ত সিকিম ও লাগোয়া উত্তরবঙ্গ।


কলকাতা, ৫ অক্টোবর:- উৎসবের মুখে দুর্যোগের ভ্রুকুটি রাজ্যের আকাশে। প্রকৃতির রোষে বিধ্বস্ত প্রতিবেশী সিকিম এবং লাগোয়া উত্তরবঙ্গ। বানভাসি হওয়ার আশঙ্কায় প্রহর গুনছেন দক্ষিণবঙ্গের সাত জেলার অগণিত মানুষ। বিধ্বস্ত সিকিমে আটকে রয়েছেন রাজ্যের দুহাজারের বেশি পর্যটক। তাঁদের ফেরানোর জন্য রাজ্য সরকার এবং সেনাবাহিনী সবরকম প্রয়াস চালাচ্ছে। তাদের উদ্বিগ্ন পরিবারের তরফেও বারবার ফোন করা হচ্ছে নবান্ন আর পর্যটন দফতরের কন্ট্রোল রুমে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে উত্তর সিকিম এবং লাচেনের এলাকায় সাড়ে চারশো পর্যটক রয়েছেন। ওইসব এলাকায় টেলিফোন এবং বিদ্যুৎ সংযোগ এখনো না ফেরায় তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

সেনাবাহিনির স্যাটেলাইট ফোন ব্যবহার করে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হচ্ছে। বৃহস্পতিবার রাতের মধ্যেই টেলি যোগাযোগ স্বাভাবিক হবে বলেও আশ্বাস দেয়া হয়েছে সিকিম প্রশাসনের তরফে। সিকিমের পর্যটন দপ্তরের তরফে জানানো হয়েছে ওই পর্যটকরা নিরাপদে রয়েছেন। খুব শীঘ্রই তাদের ফিরিয়ে আনা হবে। এই দূর্যোগে এখনও পর্যন্ত ১৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে নবান্ন থেকে জারি করা এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। এরমধ্যে ৪ জন সেনা জওয়ান সহ মোট ৬ টি দেহ শনাক্ত করা গিয়েছে।