এই মুহূর্তে জেলা

পান্ডুয়ার তৃণমূল কর্মীদের কাছে “লাকি” মাঠে সভা অভিষেকের।

হুগলি, ৫ মে:- হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আগামীকাল পান্ডুয়ার কোহিনূর রাইস মিলের মাঠে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মঞ্চ বাঁধার কাজ। মঞ্চের পাশে তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। দুপুর দুটো নাগাদ অবতরণ করবে অভিষেকের কপ্টার। মঞ্চ ঠিক সামনেই করা হয়েছে দলীয় কর্মী সমর্থকদের বসার জায়গা। কর্মীরা যাতে গরমে কিছুটা স্বস্তি পান তার জন্য পুরোটাই থাকছে আচ্ছাদন দিয়ে ঘেরা। বিভিন্ন জায়গায় চলছে সিসি টিভি ও লাইট লাগানোর কাজ। আজ ঘটনাস্থল পরিদর্শনে যান হুগলী সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক অরিন্দম গুইন ও ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র। নিরাপত্তারও যাতে কোন ক্ষতি না থাকে তার জন্য মোতায়ন থাকছে প্রচুর পুলিশ। অরিন্দম বলেন, আগামীকাল অর্থাৎ সোমবার পান্ডুয়া সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই চলছে মঞ্চ বাঁধার প্রস্তুতি। শুধু পান্ডুয়ারি ৩০ থেকে ৩৫ হাজার মানুষ এই জনসভায় আসবেন। এছাড়া অন্যান্য বিধানসভা থেকেও মানুষ আসবে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার মানুষের জমায়েত হবে অভিষেকের সভায়। এর আগে পান্ডুয়ায় নবজোয়ার কর্মসূচিতে ও ২০২১ এর বিধানসভাতে একই মাঠে সভা করে গিয়েছিলেন অভিষেক। তাই এই মাঠ আমাদের কাছে লাকি মাঠ।

দিদি আমাদের প্রধান আর এবি আমাদের সেনাপতি। সেনাপতি নেতৃত্বে আমরা লড়াই করছে। উল্লেখ্য, একসময় লাল দুর্গ হিসাবে পরিচিত ছিল এই পান্ডুয়া বিধানসভা।প্রবল তৃণমূল ঝরেও অটুট ছিল বামেরা। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পরেও দুবার বাম বিধায়ক ছিল এই পান্ডুয়া বিধানসভায়। ২০২১ এর বিধানসভা নির্বাচনে বামেদের থেকে সেই আসন ছিনিয়ে নেয় শাসক দল। বিধায়ক হন তৃণমূলের ডক্টর রত্না দে নাগ। যদিও গত পঞ্চায়েত নির্বাচনে তিনটি পঞ্চায়েত দখল করে বামেরা। শুধু অভিষেক নয় এই মাঠে সভা করে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ১৯ এর লোকসভা নির্বাচনে এই বিধানসভার থেকে লিড পায় বিজেপি। ২০১৯ এর লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এবার সেই আসন ছিনিয়ে নিতে তৃণমূলের তারকা প্রার্থী তথা জনপ্রিয় টিভি সিরিয়াল দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায় কে প্রার্থী করে মাস্টার স্টোক দেয় শাসক দল। ২০২১ এর বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচনে সভা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপরেই এই বিধানসভা হাতছাড়া হয় সিপিএমের। তাই তৃণমূল কর্মীরা মনে করছেন এই মাঠ তাদের কাছে “লাকি”। এখন দেখার বিজেপির থেকে এই লোকসভা কেন্দ্রটি ছিনিয়ে নিতে পারে কিনা শাসকদল তার জন্য অপেক্ষা করতে হবে আগামী ৪ ঠা জুন পর্যন্ত।