এই মুহূর্তে কলকাতা

জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্তদের নতুন বাড়ি করে দেওয়ার অনুমতি না মেলায় রাজ্যপালের দ্বারস্থ তৃণমূল।

কলকাতা, ১০ এপ্রিল:- নির্বাচন কমিশন রাজ্যকে জলপাইগুড়িতে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ভেঙে যাওয়া বাড়ি নতুন করে গড়ে দেওয়ার অনুমতি না দেওয়ায় তৃণমূল কংগ্রেস পুনরায় কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনেছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল সন্ধ্যায় রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে। রাজভবনের বাইরে অভিষেক সাংবাদিকদের বলেন, দুপুরেই কমিশনের তরফে রাজ্য সরকারকে লিখিত ভাবে জানানো হয়েছে, জলপাইগুড়িতে বাড়ি বানিয়ে দেওয়ার টাকা দেওয়ার অনুমতি সরকারকে দেওয়া হবে না।

অথচ আদর্শ আচরণবিধি চলাকালীনই অসমে বিহু উৎসব পালনের জন্য টাকা দেওয়ার জন্য কমিশন সেরাজ্যের সরকারকে অনুমতি দিয়েছে। যা বিজেপি শাসিত অসম সরকারের প্রতি কমিশনের পক্ষপাতের পরিচয় বলে অভিষেকের দাবি। অন্যদিকে অভিষেক জানান, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তাঁদের দাবির সঙ্গে রাজ্যপাল একমত হয়েছেন। তিনি সেই নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথাও বলতে চান। কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার তাঁর ফোন ধরেননি। বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ এবং নিজেদের দাবি নিয়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে পারে বলেও অভিষেক জানান।