হাওড়া, ২৪ এপ্রিল:- চব্বিশে বিজেপির কোনও অস্তিত্ব থাকবে না। রবিবার বিকেলে হাওড়ায় মন্তব্য অরূপ রায়ের। এদিন পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক ঐতিহাসিক মহামিছিলের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। মিছিল হয় দক্ষিণ হাওড়ার বকুলতলা থেকে দানেশ শেখ লেন পর্যন্ত। এই পদযাত্রায় রাজ্যের সমবায় মন্ত্রী অরুপ রায় সহ দলের একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অরূপ রায় বলেন, বিজেপিকে আমরা কোনও গুরুত্ব দিতে চাইনা। ওরা কোনও রাজনৈতিক দলই নয়। একটা উশৃংখল দল। বাংলায় ওরা ঝগড়া মারামারি করে। বাংলার মাটিতে ওই দল টিকতে পারেনা। ২৪শের লোকসভা নির্বাচনে ভারতবর্ষের মাটি থেকে কেন্দ্রের সরকার উৎখাত হবেই।