এই মুহূর্তে কলকাতা

ভোটের দিনে বাহিনীর গতিবিধির ওপর নজরদারি রাখবে কমিশন।

কলকাতা, ১১ এপ্রিল:- নির্বাচন কমিশন ভোটের দিন গুলিতে কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির ওপর নজরদারি রাখবে। এই প্রথমবার ভোটের আটচল্লিশ ঘণ্টা আগে থেকে ভোট শেষ হওয়ার পর কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির ওপর নিজস্ব সার্ভিলেন্স টিম মারফত নজরদারি চালানো হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার এবং গতিবিধি নিয়ে রাজনৈতিক দলগুলির অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার ভোটের অনেক আগে থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে অভিযোগ তাঁদের যথাযথ ভাবে কাজে লাগানো হচ্ছে না।

সেই অভিযোগ নিরসনে এই সিদ্ধান্ত বলে জানা গেছে। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে কখনও তারা হাজারদুয়ারি চলে যাচ্ছে তো কখনও তারা আলিপুর চিড়িয়াখানায় যাচ্ছে। এমনই অভিযোগ তুলছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, বিরোধী দল কংগ্রেস ও বামেরা। অর্থাৎ আদতে কেন্দ্রীয় বাহিনীর যা কাজ অর্থাৎ মানুষের মন থেকে ভয় ভীতি দূর করা, সেই কাজই হচ্ছে না। রাজনৈতিক দলগুলির এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এবার প্রথমবার কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির ওপর নজরদারি রাখতে চলেছে কমিশন।