এই মুহূর্তে জেলা

মানুষ আশীর্বাদ না করলেও থাকবো, কিন্তু দিদি নাম্বার ওয়ানে ফিরে যাব।

হুগলি, ৯ এপ্রিল:- খুব যে আশা করে এসেছি তা নয়। আমি শুধু মানুষের আশীর্বাদ নিতে এসেছি। যদি আমাকে আশীর্বাদ করে তাহলে মানুষের পাশে থাকবো না করলেও পাশে থাকব দিদি নাম্বার ওয়ান এর মাধ্যমে, ভদ্রেশ্বরে প্রচারে বেরিয়ে বললেন, রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচার ভদ্রেশ্বরে। দু দিনের স্বস্তির পর আবার রোদ চড়ছে।আবারও অস্বস্তি বাড়বে গরমে। তাই ভোট প্রচারে মাথায় রোদ যাতে না লাগে হুড খোলা গাড়ির উপর ছাউনি দিয়ে ভোট প্রচার হুগলির তৃনমূলের তারকা প্রার্থীর।

আজ চন্দননগর বিধানসভার অন্তর্গত ভদ্রেশ্বর পুরসভার ৬, ৮, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে প্রচার ও জনসংযোগ করেন রচনা বন্দ্যোপাধ্যায়। শুরুতে ভদ্রেশ্বর নাথ মন্দিরে পুজো দেন। শোভাযাত্রা সহকারে প্রচার শেষে ভদ্রেশ্বর বাবু ঘাটে সরকারি প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে মিলিত হবে রচনা। বিকালে সিঙ্গুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মি সভায় উপস্থিত থাকবেন। ভদ্রেশ্বরে তৃনমূল প্রার্থীর সঙ্গে ছিলেন চন্দননগরের বিধায়ক মন্ত্রী ইন্দ্রনীল সেন।