এই মুহূর্তে জেলা

লিলুয়া গুলি-কাণ্ডে ধৃত তিন, টাকা না পেয়েই হামলা, তদন্তে উঠে এলো তথ্য।


হাওড়া, ৯ এপ্রিল:- লিলুয়ায় গত ৬ এপ্রিল গুলি চালানোর ঘটনায় তিনজনকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ। ধৃতদের নাম পীযুষ মন্ডল, রাকেশ ঝাঁ এবং শুভঙ্কর ওরফে শুভ। হাওড়া সিটি পুলিশ সূত্রের খবর, এই গুলি-কাণ্ডে মূল অভিযুক্ত পীযুষ মন্ডলকে সোমবার রাতে তার বাড়ির কাছ থেকেই গ্রেফতার করা হয়। ঘটনার দিন ব্যবহৃত মোটর বাইকটিও উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির কাছ থেকে একটি ওয়ান শর্টার পিস্তল ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে মঙ্গলবার ভোরে যথাক্রমে শুভঙ্কর ওরফে শুভ ও রাকেশ ঝাঁ-কে গ্রেপ্তার করা হয়। এই দুই ব্যক্তির থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করে হাওড়া সিটি পুলিশের তদন্তকারী আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন আক্রান্ত অষ্ট শী-র অভিযোগের ভিত্তিতেই বিভিন্ন থানা এলাকায় নির্দিষ্ট দল তৈরি করে হাওড়া জেলার বিভিন্ন এলাকা, বীরভূম-সহ ঊড়িষ্যার কয়েকটি স্থানে নজরদারি চালায় অধিকারিকরা।

এরপর নিজেদের সূত্র মারফত পাওয়া তথ্যের ভিত্তিতে এই তিনজনকে গ্রেফতার করে এই মামলায় তদন্তকারী আধিকারিকরা। জানা গেছে, মঙ্গলবার তিনজনকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। প্রাথমিক পর্যায়ে পাওয়া তথ্য অনুযায়ী মূলত সাট্টা ও অস্ত্র মামলায় এদের নামে অভিযোগ ছিল। যদিও এই অস্ত্র কোথা থেকে কার মাধ্যমে আসত তা তদন্ত করে দেখা হচ্ছে। ধৃতদের বাড়ি হাওড়ার দাসনগর থানা এলাকায়। উল্লেখ্য, গত ৬ এপ্রিল সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ গুলি চালানোর ঘটনা ঘটে হাওড়ার লিলুয়ার এন রোড এলাকায়। অষ্ট শী (৪২) নামের এক ব্যক্তিকে গুলি করে বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় আহতকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় হাওড়া জেলা হাসপাতালে।