এই মুহূর্তে জেলা

ভোটের আগে সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ ভদ্রেশ্বরের শ্যামনগর জুট মিলে।

হুগলি, ১৯ মার্চ:- ভোটের আগে বন্ধ হয়ে গেলো ভদ্রেশ্বরের জুটমিল, কাজ হারালো তিন হাজার শ্রমিক। গত কয়েকদিন ধরে শ্রমিক অসন্তোষে কাজ বন্ধ ছিল ভদ্রেশ্বর শ্যামনগর জুটমিলে। চুক্তি না মেনে কাজের বোঝা চাপানো, বিভাগ বদলে অন্য জায়গায় কাজ করতে বাধ্য করার প্রতিবাদ করায় ১৫ জন শ্রমিককে গেট বাহার করা হয়। তাদের কাজে ফেরানো, কাজের বোঝা কমানোর দাবীতে গতকাল সকাল থেকে কাজ বন্ধ করে মিল গেটে পরিবার নিয়ে ধর্নায় বসে শ্রমিকদের একাংশ।

কাজে যোগ দাবী নিয়ে আলোচনার প্রস্তাব দেন ভদ্রেশ্বরের চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী। শ্রমিকরা কাজে যোগ দেয়নি। গতকাল রাতে সাসপেনশান অফ ওয়ার্কের নোটিশ টাঙিয়ে দেয় মিল কর্তৃপক্ষ। সামনে হোলি, ঈদ, পয়লা বৈশাখের মত উৎসব রয়েছে। তারপরে লোকসভা ভোটও রয়েছে। এই সময় মিল বন্ধ হওয়ায় সমস্যায় পড়লেন শ্রমিকরা। মিল গেটে ধর্না চালিয়ে যাচ্ছে শ্রমিকরা।