এই মুহূর্তে জেলা

স্কুল শিক্ষিকার ছিনতাই হওয়া গলার হার ফেরালো কোন্নগর ফাঁড়ি।

হুগলি, ২৭ জুলাই:- ছিনতাই এর অভিযোগ পাওয়ার পরেই গ্রেফতার অভিযুক্ত। আবারো ছিনতাই শহরে। স্কুল ফেরত এক শিক্ষিকার গলার হার ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরে। বুধবার বিকেলের ছিনতাই এর ঘটনায় আতঙ্ক দানা বাঁধতে থাকে শহরবাসীর মনে। সিসিটিভি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বুধবার স্কুল সেরে বাড়ি ফিরছিলেন শিক্ষিকা বাসন্তী টুডু। তিনি কোন্নগরের আশালতা স্কুলের শিক্ষিকা। কোন্নগর রবীন্দ্রভবন এলাকায় তার বাড়ি। প্রতিদিনের মতন ছুটির পর পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। বারোয়ারীতলা এলাকার হঠাৎই পিছন থেকে একজন দৌড়ে এসে তার গলা থাকা সোনার হার টেনে ছিড়ে নিয়ে দৌড় দেয়।

ঘটনাটি ঠিক এমন জায়গায় ঘটেছিল সেখানে রয়েছে রাস্তার একটি মোড়। সেই মোড়ের অপর প্রান্তে আগে থেকেই বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল অন্য একজন। ছিনতাইকারী ছিনতাই করে এসে বাইকে বসে তৎক্ষণাত পালায় এসি চ্যাটার্জি স্ট্রিট ধরে। ঘটনায় ওই স্কুল শিক্ষিকা কোন্নগর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, লিখিত অভিযোগ দায়ের করার পরে থেকেই ছিনতাইকারীকে ধরতে তৎপর হয় পুলিশ প্রশাসন। এলাকার সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে শুরু হয় তল্লাশি। ছিনতাইকারীদের ধরতে বিভিন্ন জায়গায় বসানো হয় নাকা চেকিং। আর এরপরেই মেলে সাফল্য। বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরেই শনাক্ত করা হয় অভিযুক্তকে।এরপর তল্লাশি চালিয়ে কোন্নগর থেকেই ধরা হয় রিষড়ার বাসিন্দা বিপুল দে নামের অভিযুক্ত ব্যক্তিকে। এরপর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠায়।